Header Ads

আমরা সারাটি শুধু সুখের পেছনে ছুটি কিন্তু, দিনের শেষে আমাদের হাতে কেবল দুঃখ ছাড়া আর কিছুই জোটে না।

আমরা সারাটি শুধু সুখের পেছনে
ছুটি কিন্তু, দিনের শেষে আমাদের হাতে
কেবল দুঃখ ছাড়া আর কিছুই জোটে না।

কারণ যে সুখকে আমরা আপন মনে করে
তার পেছনে ছুটছি সে কখনোই আমাদের
আপন ছিলো না। তাই আমরা সুখকে যত
বার ধরা চেষ্টা করি সে তত বারই আমাদের
হাত ফসকে পালিয়ে যায়।

এই সুখ নামক বস্তুটি কখনই আমাদের
আপন ছিলো না। আর হয়ে কখনো এটা
আমাদের আপন হতেও পারবে না।

যদি এই পৃথিবীতে আমাদের আপন কিছু
হয়ে থাকে তাহলে, সেটা হলো আমাদের
দুঃখ। এই দুঃখকে যতই আমরা তাড়িয়ে
দেই না কেন এটা আমাদের কাছে বার
বারা ফিরে আসে।

কারণ দুঃখ আমাদের ভালোবাসে, এটা
আমাদের আপন ভাবে এবং চিরো জীবনই
এটা আমাদের আপন হয়ে থাকতে চায়।

আমারা মানুষ এই সৃষ্টির সের জীব হওয়ার
পরও আমাদের মধ্যে কিছু খারাপ অভ্যাস
আছে। যেমন কেউ আমাদের ভালবাসলে
আমরা তাকে অবহেলা করে, তার পেছনে
ছুটতে থাকি যে আমাদের ভালবাসে না।

সুখ একজন মেহমানেরর তত আমাদের
জীবনে কিছু সময়ের জন্য বেড়াতে আসে।
কিন্ত দুঃখ আমাদের জীবনেরই একটা
অংশ তাই এটা সারাটি জীবন আমাদের
সাথে সাথেই থাকে।
Blogger দ্বারা পরিচালিত.